দুই সন্তানসহ অন্তঃসত্ত্বা মায়ের মরদেহ উদ্ধার

রংপুর প্রতিনিধি: রংপুরের বাহারকাছনা এলাকায় রোববার দুপুর ১২টার দিকে একটি বাড়ি থেকে দুই সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে।

বিষয়টি রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) কাজী মোত্তাকি ইবনু মিনান নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন বছরের ছেলে, এক বছরের মেয়েসহ অন্তঃসত্ত্বা স্ত্রী রত্নাকে শ্বাসরোধ করে হত্যা করে নিজেও (আব্দুর রাজ্জাক) আত্মহত্যার চেষ্টা করেন। পারিবারিক কলহের জেরে এটা হতে পারে। তবে, আমাদের ধারণা আব্দুর রাজ্জাক মাদকাসক্ত। তাকে আটক করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া