বিনোদন ডেস্ক: মাহিয়া মাহি ক্যারিয়ারের শুরু থেকেই আলোচনায় ছিলেন। সিনেমায় অভিনয় করে দর্শক মহলে জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর বিয়ে-সংসার, তারপর কিছুটা বিরতি। আবারও সরব হয়ে উঠছেন তিনি। নতুন করে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।
মাহি বলেন, ‘অনেকদিন ধরে ভক্তরা প্রশ্ন করছেন, বড়পর্দায় কেন নেই? এই প্রশ্নের উত্তরে শুধু বলেছি, ভালো কাজের মধ্য দিয়েই আবার পর্দায় ফিরব।
এরই মধ্যে ‘অফিসার’ ও ‘ব্লাড’ নামের দুটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছি। আশা করছি, এই সিনেমা দুটিতে দর্শক নতুন এক মাহিয়া মাহিকে আবিষ্কার করতে পারবেন।’
মাহি অরো বলেন, ‘দর্শকদের হলমুখী করতে হলে ভালো সিনেমার বিকল্প নেই। তাই কাজের সংখ্যা না বাড়িয়ে ভালো কাজের দিকে মনোযোগী হয়েছি। এখন থেকে কাজগুলোই করব, যা দর্শকের মনে কিছুটা হলেও ছাপ ফেলবে।’
তিনি বলেন, এরই মধ্যে ‘অফিসার’ সিনেমার বেশ কিছু দৃশ্যের শুটিং হয়েছে। চলতি মাসেই সিনেমার আরও কিছু দৃশ্যের শুটিং হবে।
‘অফিসার’ সিনেমাটি পরিচালনা করছেন ডি এ তায়েব। পরিচালক হিসেবে এটাই তার প্রথম সিনেমা। তায়েব-মাহি জুটি ছাড়াও অভিনয়ে আরও থাকছেন অমিত হাসান, দীপা খন্দকার, জয়রাজ, আনহা তামান্নাসহ অনেকে।
অফিসার সিনেমার গল্প ও চরিত্রে রয়েছে ভিন্নতা, যা দর্শকের মনোযোগ বাড়বে বলে আশা প্রকাশ করেন।
‘ব্লাড’ সিনেমাটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। এ সিনেমাতে মাহি চুক্তিবদ্ধ হলেও শুটিং এখনও শুরু হয়নি। নির্মাতা জানিয়েছেন সিনেমার অন্যান্য শিল্পী চূড়ান্ত হওয়ার পর শুটিং শুরু করবে।আরটিভি
আইএনবি/বিভূঁইয়া