আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দিল্লিতে রোববার (৮ ডিসেম্বর) ভোরে একটি কারখানায় আগুন লেগে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট কাজ করছে।
স্থানীয় সময় ভোর ৫টার দিকে রানি ঝাঁসি রোডের আনাজ মান্দি এলাকার ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। কারখানার শ্রমিকেরা তখন ঘুমিয়ে ছিল।
ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, কারখানার ভিতরে ধোঁয়ায় দম বন্ধ হয়ে কমপক্ষে ৩৫ শ্রমিকের মৃত্যু হয়। আহতদের মধ্যে ৫০ জনকে উদ্ধার হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কারখানার আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস কর্মী সুনীল চৌধুরি বলেন, ৬০০ বর্গফুট এলাকার ওই ভবনটিতে আগুন লাগে। ভিতরে খুব অন্ধকার ছিল। ভিতরে স্কুল ব্যাগ ও অন্যান্য দাহ্য বস্তু মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, কারাখানাটি একটি বহুতল ভবন ছিল। কারখানায় অগ্নি নির্বাপক কোনো ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভাতে বেগ পেতে হয়। এমনকি কারখানায় সংকুলনের চেয়ে অনেক বেশি শ্রমিক রাতে থাকত। কারখানার মালিককে এখন পুলিশ খুঁজছে বলেও জানানো হয়।
আইএনবি/বিভূঁইয়া