বিরল প্রতিনিধি: আজ ৩০ এপ্রিল রোজ বৃহস্পতিবার রংপুর বিভাগ সমিতি, ঢাকা’,র উদ্যোগে বিভাগের ৮টি জেলায়”খাদ্য সহায়তা কর্মসূচি” এর আওতায় দিনাজপুর জেলার বিরল উপজেলায় ১ম ধাপে করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ মানুষের মাঝে সমিতির দিনাজপুর জেলার সহ- সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. মোঃ মালেক বাদশা এর উপস্থিততে চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন জরুরি সামগ্রী বিতরণ করা হয়।
এসময় বিরল উপজেলা নির্বাহী অফিসার জনাব জিনাত রহমান, বিরল উপজেলা পরিষদের প্রাক্তন চেয়্যারম্যান ও আওয়ামীলীগ এর সহ-সভাপতি জনাব মোঃ আনোয়ারুল ইসলাম, বিরল থানার অফিসার ইনচার্জ জনাব নাসিম হাবিব, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মোসলেম উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি ও সাধারন সম্পাদক এবং সমিতির সদস্য জনাব কাইফ ইসলাম উপস্থিত ছিলেন।
পরবর্তীতে দিনাজপুরের আরও দুইটি উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যদ্রব্য ও জরুরি সামগ্রী বিতরণ করা হবে।
আইএনবি/বিভূঁইয়া