দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে মাজেদুর রহমান (৪৫) নামে এক জনকে দেশীয় একটি ওয়ান স্যুটার গানসহ আটক করেছে র্যাব। আটককৃত মাজেদুর দিনাজপুর সদর কোতোয়ালী থানার গোবিন্দপুর গ্রামের মৃত মোবারক আলীর ছেলে ।
বৃহস্পতিবার দিনাজপুর র্যাব-১৩ এ বিষয়টি নিশ্চিত করেছে।
র্যাব-১৩ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল বৃহস্পতিবার ভোরে
গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ মাজেদুরকে আটক করা হয়। আটককৃত মাজেদুরের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একাধিক মামলা রয়েছে।
আইএনবি/বিভূঁইয়া