গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকায় মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসে পিকআপভ্যানের ধাক্কায় মো. মোস্তফা মাঝি নামে একজন নিহত হয়েছেন।
নিহত মোস্তফা ভোলার শশিভোষন উপজেলার রসুলপুর এলাকার রহম আলী মাঝির ছেলে। এ ঘটনায় চালক ইসমাইল হোসেন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, ঢাকাগামী একটি বাস গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকায় দাঁড়িয়ে যাত্রী নিচ্ছিল। এ সময় একই দিকগামী একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাসের পেছনে ধাক্কা দেয়। একপর্যায়ে পিকআপভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যানে থাকা সহযোগী মোস্তফা মাঝির মৃত্যু হয়। এছাড়া চালক ইসমাইল গুরুত্ব আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠান।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহদাত হোসেন জানান, ঘটনার পর বাসটি পালিয়ে গেছে।পিকআপভ্যানটি পুলিশের হেফাজতে আছে। নিহত মোস্তাকের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আইএনবি/বিভূঁইয়া