টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার পোড়াবাড়ীতে সোমবার সকালে বিক্ষোভের ঘটনাটি ঘটে। প্রায় দেড় ঘণ্টা ত্রানের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়।
পরে খরর পেয়ে ঘাটাইলের ইউএনও ও স্থানীয় জন প্রতিনিধি ঘটনাস্থলে পৌঁছে দ্রুততম সময়ের মধ্যে ত্রানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারি খাদ্য সহায়তা তারা এখনো পাননি। ঘরে খাবার নেই, সন্তানরা না খেয়ে রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিসহ কেউ খোঁজ নেননি তাদের।
এ প্রসঙ্গে ইউএনও অঞ্জন কুমার সরকার বলেন, তাদের নাম ঠিকানা সংগ্রহ করা হয়েছে এবং আরও কেউ বাকি থাকলে তাদের নামের তালিকা করে উপজেলায় পাঠাতে বলা হয়েছে। তাদের ঘরে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।
আইএনবি/বিভূঁইয়া