লালমনিরহাট প্রতিনিধি : গত বুধবার বিকেলে হাতীবান্ধা উপজেলার খানের বাজার এলাকায় ত্রাণের দাবিতে মানববন্ধন করেন ওই এলাকার শতাধিক নারী পুরুষ।
স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ একটি কুচক্রী মহোল সরকারের ভাবমুর্তি নষ্ট করতে ত্রাণ দেয়া হবে, এমন কথা বলে ডেকে এনে তাদেরকে দিয়ে মানববন্ধন করানো হয়েছে।
মানববন্ধনে অংশ নেওয়া হাসিনা খাতুন, শিরিনা বেগম বলেন বুধবার যোহরের নামাজের পর মসজিদের মাইকে বলা হয় যাদের ত্রাণের প্রয়োজন তারা পাকা রাস্তায় গিয়ে দাঁড়ান ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে। এটা শুনে আমরা রাস্তায় গেলে আবু সাইদ ও দুলাল নামে দুইজন আমাদের মানববন্ধনে দাঁড়িয়ে দেয়। কয়েকদিন আগে ত্রাণ পেয়েছি আরও ত্রাণের আশায় মানববন্ধনে দাঁড়িয়েছি।
গড্ডিমারী ইউপি চেয়ারম্যান ডাঃ আতিয়ার রহমান বলেন, ওই মানববন্ধনে যারা দাঁড়িয়েছিল তাদের মধ্যে অধিকাংশ মানুষ ত্রাণ পেয়েছেন। যে দু’ একজন পায়নি তাদের তালিকা ইতিমধ্যে করা হয়েছে। তারপরও একটি মহোল সরকারের পাশাপাশি আমাকে হেয় করতেই এই কথিত মানববন্ধনের আয়োজন করেন।
আইএনবি/বিভূঁইয়া