নিজস্ব প্রতিনিধি: আওয়ামীলীগ সরকারকে দীর্ঘায়িত করতে তৃনমূল নেতা-কর্মীদের সুদৃঢ় ঐক্য চাই বললেন ব্যারিস্টার জাকির আহাম্মদ।
আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি ) বিকাল ৫ টায় ঢাকা ইকনোমিক রিপোর্টার্স ফোরাম মিলানায়তনে একুশে স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত “ভাষা আন্দোলন থেকে আজকের বাংলাদেশ ” শীর্ষক আলোচনা ও গুনীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার জাকির আহাম্মদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারকে দীর্ঘায়িত করতে তৃনমূল নেতা-কর্মীদের সুদৃঢ় ঐক্য চাই।তৃনমূল নেতা-কর্মীরাই আওয়ামীলীগের মূল শক্তি।তৃনমূলের ত্যাগী ও বঞ্চিত নেতা-কর্মীদের যথাযথ মূল্যায়ন চাই। এটা এখন সময়ের দাবী।
সংগঠনের উপদেস্টা আলহাজ্ব মোঃ আকবর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতি এম.ফারুক (বাংলাদেশ সুপ্রিমকোর্ট,হাইকোর্ট বিভাগ)। প্রধান আলোচক হিসিবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জাকির আহাম্মদ, সাবেক ছাত্রনেতা ও সদস্য আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটি।
আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন আহমেদ (সাবেক সংসদ সদস্য), শাহ আলম চুন্নু, (চেয়ারম্যান,একুশে স্মৃতি পরিষদ), এম এইচ আরমান চৌধুরী (মহাসচিব,একুশে স্মৃতি পরিষদ), বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন (সাবেক ডিআইজি, বাংলাদেশ পুলিশ), আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন আলমগীর (ধর্ম বিষয়ক সম্পাদক, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটি), মিসেস শামীম আরা হ্যাপী (বিশিষ্ট আওয়ামীলীগ নেত্রী ও জেলা পরিষদ সদস্য), কবি মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া ( সহ-সভাপতি, জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলন) প্রমূখ।
আইএনবি/বিভূঁইয়া