তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে ১ জনের মৃত্যু 

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে নুরুল ইসলাম (৫৫) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।

সে উপজেলার ভান্ডারা ইউপি’র বালান্দোর জলপাড়া গ্রামের মৃতঃ আকালু মোহাম্মদের পুত্র। এ ঘটনায় এক দম্পত্তিকে আটক করেছে পুলিশ।

পুলিশ রাতেই প্রতিপক্ষ তোফাজ্জল হোসেন ঝুলু ও তার স্ত্রী মঞ্জুয়ারা বেগম (৪২) কে আটক করেছে।

বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সাথে জড়িত এক দম্পত্তিকে আটক করা হয়েছে। হত্যার ঘটনায় মৃত নুরুল ইসলামের পুত্র রেজাউল ইসলাম বাদী হয়ে ৬ জনকে আসামী করে আজ সোমবার সকালে থানায় একটি হত্যা মামলা নং দায়ের করেছে। লাশের ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আইএনবি/বিভূঁইয়া