তামিমের শো-তে আসছেন কোহলি

ক্রীড়া ডেস্ক:ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলিকে নিয়ে লাইভে আসছেন তামিম ইকবাল। সোমবার (১৮ মে) তামিম ও কোহলির এই লাইভ আড্ডা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়।

তামিম তার ফেসবুকে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। ভারত ও বাংলাদেশের অন্যতম সেরা দুই ক্রিকেট তারকার গল্প সরাসরি উপভোগ করা যাবে তামিমের অফিসিয়াল ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে।

করোনাভাইরাস প্রকোপ বৃদ্ধি পাওয়ায় খেলাধুলা বন্ধ থাকলেও ক্রিকেটাঙ্গনকে চাঙ্গা রাখতে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল নিয়মিতভাবে হাজির হচ্ছেন লাইভে। সামাজিক যোগাযোগমাধ্যম লাইভে তার সঙ্গী হচ্ছেন জনপ্রিয় সব ক্রিকেট ব্যক্তিত্বরা। এরই ধারাবাহিকতায় তামিমের আগামী লাইভে থাকছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

আইএনবি/বি.ভূঁইয়া