তামিমের শারীরিক অবস্থার সবশেষ যা জানা গেল

ক্রীড়া ডেস্ক: খেলা চলাকালীন মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। অসুস্থতার তীব্রতা দেখে দ্রুতই বিকেএসপির নিকটস্থ কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে চিকিৎসার জন্য নেওয়া হয় তামিমকে।

জানা গেছে, সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও এনজিওগ্রামের পর তামিমের হার্টে ব্লক ধরা পড়েছে। এরই মধ্যে হার্টে রিং পড়ানো হয়েছে।

তার সবশের্ষ শারীরিক অবস্থার আপডেট দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। সোমবার (২৪ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুকে তামিমের শারীরিক অবস্থার আপডেট দেন তিনি।

পোস্টে তিনি লিখেন, তামিম ইকবালের শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি। সবার কাছে দোয়ার আবেদন থাকল।

আইএনবি/বিভূঁইয়া