পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালীতে গত বৃহস্পতিবার তরুণীর পেট থেকে আট প্যাকেট (প্রতি প্যাকেটে ৩০টি) ইয়াবা সহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত লিপি আক্তার বরগুনা সদরের গোলবুনিয়া গ্রামের মো. লিটন হাওলাদারের মেয়ে।
তাঁর বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মামলা হয়েছে। এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালী সেতুর টোল প্লাজা থেকে লিপিকে গ্রেপ্তার করা হয়।
এ সময় জিজ্ঞাসাবাদে সন্দেহ হলে পুলিশ তাঁকে নিয়ে শহরের ক্লিনিকে যায়। সেখানে এক্স-রে করে লিপির পেটে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ।
আইএনবি/বিভূঁইয়া