আইএনবি ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক তলিয়ে গেছে উজান থেকে আসা পানিতে । ফেনীর মহিপাল থেকে লালপুল পর্যন্ত এলাকায় রাস্তায় পানি থাকায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
ঢাকা থেকে চট্টগ্রামমুখী যাত্রীরা শুক্রবার (২২ আগস্ট) সকালে চৌদ্দগ্রামে আটকা পড়ে। পরবর্তীতে ফেনীর মহিপাল পর্যন্ত আসার পর রাস্তায় পানি থাকায় আর সামনের দিকে অগ্রসর হওয়া যাচ্ছে না। ফলে মহীপাল থেকেই ফেরত যাচ্ছে যাত্রীরা।
চট্টগ্রামমুখী একজন যাত্রী বলেন, আমি ঢাকা থেকে চট্টগ্রাম আসছিলাম। বাসে পুরো যাত্রী পরিপূর্ণ ছিল। কিন্তু মহীপালের পর আর যেতে পারছি না। এখন আবারো ঢাকার দিকে ফিরে যাচ্ছি।
ঢাকা থেকে চট্টগ্রামের আসার পথে রাস্তায় চৌদ্দগ্রাম থেকে মহীপাল পর্যন্ত গাড়ির দীর্ঘসারি। আবার মহীপালের পরও চট্টগ্রামের দিকে কোনো গাড়ি চলাচল করছে না। রাস্তায় পানি থাকার কারণে সব গাড়ি দাড়িয়ে আছে। ফেনী থেকে কোনো গাড়ি মিরসরাই আসছে না। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিনের বৃষ্টিতে ফেনী ও নোয়াখালীতে প্রলয়ঙ্করী বন্যা দেখা দিয়েছে। মহাসড়কের নিচে গ্রামগুলো পানির নিচে। সারা দেশ থেকে মানুষ উদ্ধারে ঝাপিয়ে পড়েছে। ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের পূর্বাঞ্চলে প্রলয়ঙ্করী এই বন্যা। বৃষ্টি না কমা পর্যন্ত বন্যার পানি নেমে যাওয়ার কোনো লক্ষণ নেই।
আইএনবি/বিভূঁইয়া