আইএনবি নিউজ: বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আগুন লাগে। ঢাকা আইনজীবী সমিতির ভবনের তিন তলা থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। সদর ঘাট ফায়ার সার্ভিসের ২০ মিনিটের চেষ্টায় সকাল ৯টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রচি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে আগুন লাগে। খবর পেয়ে সদরঘাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, ভবনে কয়েক হাজার আইনজীবীর চেম্বার রয়েছে। ঘটনার পরপরই তাদেরকে সরিয়ে নেওয়া হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনি বলা যাচ্ছে না।
আইএনবি/বিভূঁইয়া