বিনোদন ডেস্ক: ‘কাশ্মীরি প্রেমিকা’ শিরোনামে লেখক ও সাংবাদিক মাহতাব হোসেনের গল্পে একটি নাটকে জুটি বেঁধেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মনোজ কুমার প্রামাণিক ও ফারিয়া শাহরিন। নাটকটি পরিচালনা করেছেন কাজী সাইফ।
নাটকটি প্রসঙ্গে কাজী সাইফ বলেন, গল্পটা অবশ্যই প্রেমের। তবে প্রেমটা ব্যতিক্রমী। গল্পের মধ্যে অবশ্যই কাশ্মীর বিষয়টা আছে। যদিও শুটিংটা আমরা ঢাকায় করছি। এখনই এর বেশি কিছু বলা যাবে না। ৩ তারিখ থেকে উত্তরার বিভিন্ন স্পটে শুটিং শুরু হয়েছে নাটকটির।
অভিনেতা মনোজ বলেন, ভালোবাসা দিবসের নাটক এটি। কাজেই গল্পে ভালোবাসার নানা দিক ফুটে উঠবে। সুন্দর ও পরিচ্ছন্ন গল্প। নাটকটি দেখে দর্শকরা পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।
নির্মাতা সূত্রে জানা গেছে, সবঠিক থাকলে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।
আইএনবি/বিভূঁইয়া