যশোর প্রতিনিধি:যশোরের বেনাপোল থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ৯৫ বোতল ফেনসিডিলসহ কুদ্দুস আলী (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
রোববার রাত সোয়া ৯ টায় গোপন সূত্রে খবর পেয়ে ফেনসিডিলসহ কুদ্দুস আলীকে গ্রেফতার করা হয়। আটক কুদ্দুস বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা উত্তর পাড়ার গ্রামের আব্দুস সামাদের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, রোববার ২৩ ফেব্রুয়ারী রাত সোয়া ৯ টায় ডিবি’র অফিসার ইনচার্জ মাারুফ আহম্মেদের নেতৃত্বে এসআই আব্দুল মালেকসহ ডিবি’র একটি টিম মহিষাডাঙ্গা উত্তর পাড়ার কুদ্দুস আলীর বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল ব্যবসায়ী কুদ্দুস আলী দৌড়ে পালানোর চেষ্টা চালায়। পরে তার ঘরের খাটের নীচ হতে একটি প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা ৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মাদক আইনে মামলা হয়েছে।
সোমবার ২৪ ফেব্রুয়ারি কুদ্দুস আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে।।
আইএনিব/বিভূঁইয়া