বগুড়া প্রতিনিধি: বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ , সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে সঙ্গবদ্ধ প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে । এসময় উদ্ধার করা হয়েছে ভুয়া কাগজ পত্র ,ভুয়া সেনা চাকুরীর নিয়োগ পত্র, স্ট্যাম্প, চেক ইত্যাদি।
গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়ার গাবতলী উপজেলার নাংলু শিমুলটেক এলাকার মৃত রইচ উদ্দিন মোল্লার ছেলে আবু মুসা (২৬) ও নওগাঁর ধামইরহাট উপজেলার বাদাল চাঁদপুর এলাকার মৃত ইসহাক সরকারের ছেলে আজিজুল ইসলাম (৩৮)। মঙ্গলবার দুপুরে বগুড়া জেলা গোয়েন্দা কার্যালয়ে প্রেস বিফ্রিং অনুষ্ঠানে এ তথ্য সাংবাদিকদের জানানো হয়।
জানা গেছে, দীর্ঘ দিন যাবত এই প্রতারক চক্রটি সেনা বাহিনীর নিয়োগ বিষয়ে বিভিন্ন সনদ তৈরি সরঞ্জামা স্ট্যাম্প তৈরির মাধ্যমে বিভিন্ন চাকরি প্রত্যাশীদের সাথে প্রতারণার আশ্রয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলো।
এ বিষয়ে বগুড়া ডিবি পুলিশের ইন্সপেক্টর (ওসি) আসলাম আলী সাংবাদিকদের জানান, সুনিদিষ্ট গোপন এক সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ঝটিকা অভিযান চালিয়ে চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয় ।এ সময় তাদের হেফাজত থেকে সনদ, ভুয়া নিয়োগপত্র, বিপুল পরিমাণ চেক ও স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। গতকাল আটককৃতদের বিরুদ্ধে প্রতারণা আইনে মামলার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া