আইএনবি নিউজ: রোববার (১৯ জুলাই) রাজধানীর ডিএসসিসি নগর ভবন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন বিভাগ ও দফতরে কর্মরত পাঁচ পরিচ্ছন্নতাকর্মী ও দুজন মালীকে চাকরিচ্যুত করা হয়েছে।
এতে ডিএসসিসি’র সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের কর্মচ্যুত করা হয়।
এরা হলেন- পরিচ্ছন্নতাকর্মী শ্রীমতি উমা রানী, আব্দুল হক, হারেজ আলী, আজমেরী বেগম, মুর্তজা বেগম এবং মালী সিরাজ বেপারী ও সাইদুর রহমান।
অফিস আদেশে আরো বলা হয়, যাদের কর্মচ্যুত করা হয়েছে তারা কর্পোরেশনে মাস্টার রোলে (কাজ করলে মজুরি, না করলে নেই) কাজ করতেন। সংশ্লিষ্ট কর্মীদের বয়স এরইমধ্যে ৫৯ বছর পূর্ণ হওয়ায় তাদের কর্মচ্যুত করা হল।
জনস্বার্থ জারি করা এ অফিস আদেশ ১৭ জুলাই তারিখ হতে কার্যকর হয়েছে এবং দৈনিক মজুরিভিত্তিতে কর্মরত ছিলেন বিধায় তারা কর্পোরেশন বিধিমালা মোতাবেক কোনো ধরনের আর্থিক সুবিধা প্রাপ্য হবেন না বলে অফিস আদেশে বলা হয়েছে।
আইএনবি/বি.ভূঁইয়া