নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারাদেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, ব্যক্তি এবং প্রতিষ্ঠানভাবে অনেকে সারাদেশে অসহায় হয়ে পড়া এসব মানুষের পাশে দাঁড়িয়েছে।
এরই অংশ হিসেবে শরীয়তপুর-৩ আসনের সাংসদ নাহিম রাজ্জাকের নির্দেশে ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য নোয়াব আলী খান।
ঈদকে সামনে রেখে গত দুই দিনে নোয়াব আলী খানের ব্যক্তি উদ্যোগে ৩ শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিনি। তার পক্ষে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বাড়ি বাড়ি খাদ্য সামগ্রি পৌছে দেন।
নোয়াব আলী খান বলেন, আমাদের নেতা নাহিম রাজ্জাকের নির্দেশনায় দলীয় ভাবে অংশ নেয়ার পাশাপাশি ব্যক্তিগতভাবে গত দুই দিনে তিন শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছি। আমার সাধ্যমত অনুযায়ী- এ কাযর্ক্রম অব্যাহত থাকবে।