মোহাম্মদ জামাল মল্লিক,শরীয়তপুর
ডামুড্যায় করোনা দুর্যোগে লকডাউন চলায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবার পড়েছে বিপাকে। শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এর নির্দেশে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল মাদবর।
শুক্রবার ডামুড্যা পৌরসভার ৫০ জন অটো শ্রমিকদের মাঝে নগদ ৫০০ টাকা করে প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাতাজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মন্টি মাঝী, পূর্ব মাদারীপুর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক ইমরান প্রমুখ।
করোনা ভাইরাস দুর্যোগ শুরু হওয়ার পর থেকেই ডামুড্যা পৌরসভার কর্মহীন অসহায় পরিবারদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন মেহেদী হাসান রুবেল মাদবর। তার এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।