ডামুড্যায় মো: বেলায়ত হোসেন ঢালী দাফন সম্পন্ন

শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের ডামুড্যা পৌরসভার বাসিন্দা, মরহুম মোয়াজ্জেম হোসেন মাস্টারের মেজোভাই বেলায়ত হোসেন ঢালীর নামাজে জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার দুপুরে পৌরসভার ৮ নং ওয়ার্ডের নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


এর আগে বাদ জোহর ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসা মাঠে মরহুম বেলায়ত হোসেন ঢালীর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে অংশ নেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বেপারী, সাবেক ভাইস চেয়ারম্যান উজ্জল সিকদার, পেশাজীবি সমন্বয়ন পরিষদ, শরীয়তপুর জেলা সভাপতি, স্বাচিপ, শরীয়তপুর জেলার সাধারণ সম্পাদক ডা. হারুন অর রশিদ (সজল), উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক কামরুল হাসান মন্টি, পূর্ব মাদারীপুর কলেজ শাখা সভাপতি ইমরান হোসেন প্রমূখ।

উল্লেখ্য, মরহুম মো: বেলায়ত হোসেন ঢালী ডা. হারুন অর রশিদ (সজল) এর চাচা। তিনি গত রবিবার দিবাগত রাত ৪.৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।