নিজস্ব প্রতিবেদক
মরণঘাতক কোভিট ১৯ বা করোনা ভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া জনগোষ্ঠীর সহায়তার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন শরীয়তপুর-৩ আসনের সাংসদ, ইয়াং বাংলার আহ্বায়ক নাহিম রাজ্জাক । আজ মঙ্গলবার ( ২১ এপ্রিল) ডামুড্যা উপজেলার অসহায় মানুষের মধ্যে পরিস্কার-পরিচ্ছন্ন সরঞ্জাম ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সাংসদ নাহিম রাজ্জাকের পক্ষে এ সহায়তা প্রদান করেন ডামুড্যা উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ । কনেশ্বর ইউনিয়ন তিন খাম্বা থেকে দারুল আমান ইউনিয়ন শেষ পর্যন্ত রিক্সা চালক, ভ্যান চালক, অটোবাইকচালক, চা দোকানদার, গরীব ও অসহায় দিন মজুর মানুষের কাছে গিয়ে তাদের মাঝে নগদ অর্থ প্রধান করেন তিনি।
এছাড়া ডামুড্যা, ভেদরগঞ্জ, গোসাইরহাট উপজেলার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে খাদ্য সামগ্রি বিতরণ অব্যাহত রয়েছে। একই সঙ্গে উপজেলা প্রশাসনের ত্রান কাযর্ক্রম অব্যাহত রাখতে নগদ অর্থ সহায়তাও দিয়েছেন শরীয়তপুর-৩ আসনের সাংসদ নাহিম রাজ্জাক।