আইএনবি নিউজ: গত বছরের ১১ মার্চ দীর্ঘ ২৮ বছর পর ডাকসু নির্বাচনে বিজয়ীরা দায়িত্ব গ্রহণের তারিখ অনুযায়ী এ বছরের ২২ মার্চ এ কমিটির এক বছর পূর্ণ হয়েছে। তবে মেয়াদ শেষ হবার পরও নির্বাচনের তারিখ না ঘোষণা করায় ডাকসুর গঠনতন্ত্র ৬ (গ) অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে আরো ৯০ দিন বৃদ্ধি পায়। এই সময় পার হয়ে গেলে কমিটি গত সোমবার আপনা আপনি ভেঙে যায়। ফলে আবার নির্বাচন হবে কিনা এ বিষয়ে গতকাল বুধবার জানতে চাইলে আইন বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন,নির্বাচন হচ্ছে না। কারণ কোভিড সংক্রমণের কালে এ বাস্তবতা নেই।
তিনি বলেন, গঠনতন্ত্রে স্পষ্ট লেখা রয়েছে, নির্বাচন কিংবা বর্ধিত মেয়াদের শেষ দিন, যেইটা আগে আসবে সেই পর্যন্ত কমিটির মেয়াদ থাকবে। এটি করা হয়েছিলো অতীত অভিজ্ঞতা থেকে। কেননা আগে দেখা যেতো এ ধরণের কোনো আইন না থাকার কারণে ডাকসু নেতারা দীর্ঘদিন ক্ষমতায় থাকতেন।
তিনি জানান, তবে বিশ্ববিদ্যালয়ের সিনেট চাইলে আলোচনা সাপেক্ষে মেয়াদ বাড়াতে পারে। অথবা এ বিষয় আদালতে ওঠালে আদালত যদি বলে, তাহলে মেয়াদ বাড়ানো যেতে পারে। এর বাইরে মেয়াদ বাড়ানোর সুযোগ গঠনতন্ত্রে নেই।
আইএনবি/বি.ভূঁইয়া