ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউপি সদস্য জহিরুল ইসলাম ও তার সহযোগী জিয়াবুল ইসলামকে গ্রেফতার করেছে আইনশৃংখলা বাহিনী।
মোবাইল চুরির অভিযোগ তুলে সালিশ ডেকে দুই শিশুকে বর্বর নির্যাতন করার অভিযোগে রবিবার সকালে পীরগঞ্জ এলাকা থেকে সেনগাঁও ইউনিয়নের ওয়ার্ড সদস্য জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩ ।
এর আগের শনিবার (১৩ জুন) বিকালে ইউপি সদস্য জহিরুলের সহযোগী জিয়াবুল ইসলাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, খুব শীঘ্রই অন্য আসামিদের গ্রেপ্তার করা হবে।
শিশু নির্যাতনের ঘটনায় পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের সদস্যসহ ৭ জনের বিরুদ্ধে গত ৫ জুন মামলা দায়ের করে শিশু সুমনের মা শরিফা খাতুন। মামলার ৭ দিন পর বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে নড়ে চড়ে বসে প্রশাসন। মামলার ৮দিন পর দুই আসামিকে গ্রেপ্তার করা হলো।
ওই উপজেলার দেওধা গ্রামের ১১-১২ বছর বয়সী শিশু সুমন ও চাচাতো ভাই কামরুল ইসলামকে গত ২২ মে মোবাইল ফোন চুরির অভিযোগে আটক করে গ্রামে সালিশ বৈঠক করে। বৈঠকে ইউপি সদস্য জহিরুল ইসলাম নেতৃত্বে মোতালেব আলীসহ আরও কয়েকজন নির্মমভাবে নির্যাতন করে।
সেই চিত্র ক্যামেরায় ধারণ শিশুর মা শরিফার কাছে ৫০ হাজার টাকা দাবি করে নির্যাতনকারীরা কিন্তু তাদের দাবি পূরণে ব্যর্থ হলে টাকার বদলে শরিফার বাড়ি থেকে একটি গরু নিয়ে যায় তারা।
আইএনবি/বি.ভূঁইয়া