কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে শুক্রবার সকাল ৯টার দিকে সদর উপজেলার নীলগঞ্জ রেলস্টেশনের কাছে মহিনন্দ-মাইজপাড়া ট্রেনে কাটা পড়ে আবদুল হক (৬০) নামে মসজিদের এক মোয়াজ্জিনের মৃত্যু হয়েছে।
নিহত আবদুল হক, মহিনন্দ গোয়ালাপাড়া জামে মসজিদের মোয়াজ্জিন ছিলেন। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাসিন্দা।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস জানান, এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া