ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

রাজশাহী প্রতিনিধি:  রাজশাহী নগরীতে সোমবার বিকেল ৩টার দিকে নগরীর ভদ্রা জামালপুর এলাকার রেলক্রসিং ট্রেনে কাটা পড়ে বাবা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, মহানগরীর ধরমপুর এলাকার কামরুজ্জামান রুবেল (৩০) ও তার আড়াই বছরের শিশু কন্যা রুবাইয়া খাতুন। নিহতরা মতিহার থানার ধরমপুর এলাকার বাসিন্দা। ওই সময় বাবা-মেয়ে রেল ক্রসিংটি পার হচ্ছিলেন।

রাজশাহী জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল জানান, খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। ঘটনাস্থলেই রুবেল মারা যান আর শিশু রুবাইয়াকে উদ্ধার করে স্থানীয়রা একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ উদ্ধার করে জিআরপি থানায় রাখা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া