ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে বৃহস্পতিবার রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের বহনতলী নামক স্থানে ট্রেনে কাটা পড়ে আসলাম মিয়া (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। সে একই ইউনিয়নের কুরনী গ্রামের নজরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো আসলাম বৃহস্পতিবার রেললাইনের বহনতলী এলাকায় সময় কাটাতে যায়। সন্ধ্যার পর কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। রাতে আসলাম বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন শুক্রবার তাকে খুঁজতে বের হয়। পরে স্থানীয় লোকমুখে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে গিয়ে তার পরিচয় নিশ্চিত করেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান জানান, মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আসলাম নামের ছেলেটি ট্রেনে কাটা পড়ে মারা গেছে। বিষয়টি রেলওয়ে পুলিশ দেখবে বলে তিনি জানান।

আইএনবি/বি.ভূঁইয়া