ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী জালালাবাদ মেইল ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত (২৫) পরিচয়ের এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার সকালে চট্টগ্রাম-সিলেট রেলপথের আজমপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী জালালাবাদ ট্রেন সকাল সাড়ে ৭টার দিকে আখাউড়ার আজমপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করছিলো। এ সময় অজ্ঞাত ওই নারী রেললাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানার পুলিশ স্টেশনের আউটার হোম সিগনাল এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস জানান, ওই নারী আখাউড়া রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন মাজারে ভবঘুরে ছিলেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া মর্গে পাঠানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া