আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘গোপন নথি’ ফাঁসের হুমকি দিয়েছে বলে গুঞ্জন উঠেছে।
ফোর্বস এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, রেভিল নামের ওই হ্যাকার গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে, এক সপ্তাহের মধ্যে ৪২ মিলিয়ন ডলার না দিলে তারা ট্রাম্পের দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন চিরতরে ভুলিয়ে দেবে।
গত সপ্তাহে ল ফার্মটি থেকে লেডি গাগাদের তথ্য চুরি হওয়ার খবর আসে।
এদিকে ট্রাম্পকে হুমকি দেয়ার বিষয়টি জানিয়েছে নিউইয়র্ক পোস্ট পরিচালিত তারকাদের জীবনযাপন বিষয়ক খবর প্রকাশ করা ওয়েবসাইট পেজ সিক্স।
খবরে বলা হয়েছে, হ্যাকার গ্রুপ মার্কিন ল ফার্ম ‘গ্রুবম্যান শায়ার মাইসেলাস এন্ড স্যাকস’ থেকে ৭৫৬ গিগাবাইটের ডেটা চুরি করেছে। এর প্রতিষ্ঠাতা বিখ্যাত অ্যাটর্নি অ্যালেন গ্রুবম্যান। প্রথমে হ্যাকাররা ২১ মিলিয়ন ডলার দাবি করেছিল। পরে সেটি দ্বিগুণ করা হয়েছে।
নতুন করে চাওয়া ৪২ বিলিয়ন ডলার ট্রাম্পের কাছে নাকি ল ফার্মের কাছে দাবি করা হয়েছে সেটি স্পষ্ট নয়। কারণ হুমকি দুপক্ষকেই দেয়া হয়েছে।
হ্যাকারদের উদ্ধৃত করে পেজ সিক্স লিখেছে, ‘এরপর যার তথ্য প্রকাশ করা হবে তিনি ডোনাল্ড ট্রাম্প। সামনে নির্বাচন। আমরা টন পরিমাণ নোংরামি পেয়েছি।’
হ্যাকাররা বলেছেন, ‘মি. ট্রাম্প, প্রেসিডেন্ট থাকতে চাইলে এদিকে লাঠি দিয়ে নেড়ে দেখুন। না হলে আপনি চিরদিনের জন্য ওই আশা ভুলে যাবেন। ভোটার হিসেবে আমরা আপনাকে তথ্যগুলো দেখাতে পারি, আপনি নিজেকেও তাতে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাইবেন না…সময় এক সপ্তাহ।’
বিনোদন তারকাদের তথ্য দেখভাল করা ল ফার্মটিকে হ্যাকাররা এভাবে সতর্ক করেছেন, ‘গ্রুবম্যান, টাকা না দেখলে আমরা তোমার কোম্পানি শেষ করে দেব।’
নিজস্ব সূত্রের বরাত দিয়ে পেজ সিক্স লিখেছে, ট্রাম্প কখনোই এই ল ফার্মটির ক্লায়েন্ট ছিলেন না। গ্রুবম্যান আবার হ্যাকারদের সঙ্গে সমঝোতায় আসতে নারাজ।
এই হ্যাকারদের পরিচিতি বেশ আগে থেকে। গত জানুয়ারিতে তারা যুক্তরাজ্য-ভিত্তিক মুদ্রা বিনিময় কোম্পানি ট্রাভেলেক্সের তথ্য চুরি করে। তখন কোম্পানিটি ২.৩ মিলিয়ন মূল্যের বিটকয়েন (ভার্চুয়াল মুদ্রা) দিয়ে চুরি হওয়া তথ্য ফিরিয়ে নেয়।
আইএনবি/বি.ভূঁইয়া