আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি’র অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিযাদেহ আরও বলেন, কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, মার্কিন ঘাঁটি ধ্বংস এমনকি ট্রাম্পকে হত্যাও জেনারেল সোলায়মানির রক্তের প্রতিশোধের জন্য যথেষ্ট হবে না। আসলে এর কোনোটিই এই তার রক্তের সমতুল্য নয়। আলজাজিরা
সোমবার তেহরানে জেনারেল সোলায়মানির জানাযার নামাজের সময় তিনি বলেন, গোটা অঞ্চলে মার্কিন বাহিনীর পতনই কেবল সোলায়মানির রক্তমূল্য হতে পারে। এই অঞ্চলের মজলুম মানুষ যখন পুরোপুরি যুক্তরাষ্ট্রের শয়তানি থেকে মুক্তি পাবে তখনি কেবল জেনারেল সোলায়মানিকে হত্যার প্রতিশোধ নেয়া পূর্ণতা পাবে।
গত শুক্রবার ভোরে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে জেনারেল সোলায়মানিকে হত্যা করে মার্কিন সেনারা। ওই হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবি’র উপ প্রধান আবু মাহদি আল-মুহানদিস’সহ মোট ১০ জন নিহত হন।
আইএনবি/বিভূঁইয়া