যশোর প্রতিনিধি: ডিবি পুলিশ শহিদুজ্জামান ওরফে কবিরকে ট্রাক চুরির সাথে জড়িত অভিযোগে গ্রেফতার করেছে। উন্নত তথ্য প্রযুক্তির ব্যবহার করে ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় যশোর বেনাপোল সড়কের নাভারণ মোড় থেকে ডিবি পুলিশ শহিদুজ্জামান ওরফে কবিরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত কবির যশোরে শার্শা উপজেলার কাজীর বেড় গ্রামের আব্দুল কাদের ভূঁইয়ার ছেলে। এর আগে পুলিশ মনিরামপুর থেকে রিংকু হোসেন নামে এক ট্রাক চালককে গ্রেফতার করে।
ডিবি পুলিশের (ওসি) মারুফ আহম্মেদ জানান, ট্রাক চুরির অভিযোগে ১৩ ফেব্রুয়ারী যশোরের মণিরামপুর থানায় একটি মামলা হয়। মামলা নং ১০। তারিখঃ ১৩.০২.২০। ধারা ৩৭৯/৪১১ দন্ড বিধি। রেকর্ড হওয়ার পর মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা রোববার ২৩ ফেব্রুয়ারি উন্নত তথ্য প্রযুক্তির ব্যবহার করে ট্রাক চুরির অভিযোগে শহিদুজ্জামান ওরফে কবিরকে নাভারণ মোড় থেকে গ্রেফতার করে। সোমবার কবিরকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে ঘটনার দিন অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি পুলিশ মনিরামপুর এলাকা থেকে চুরি হওয়া ট্রাকসহ রিংকু নামে এক ট্রাক চালককে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ১০ দিন পর নাভারণ মোড় থেকে শহিদুজ্জামান ওরফে কবিরকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, ট্রাক চুরি মামলায় তিনজন আসামির মধ্যে একজনকে গ্রেফতার করা হয়। ফিরোজ ও খোকন নামে আরো দুজন আসামি পলাতক রয়েছে। এদের বাড়ি ঝিকরগাছা এলাকায়। এদুজনকে গ্রেফতার করার পর জানা যাবে ট্রাকটি কোথা থেকে চুরি করে আনা হয়েছে।
আইএনিব/বিভূঁইয়া