রংপুর প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে নিষিদ্ধ বালুবাহি ট্রাক্টরের চাপায় বুধবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার শঠিবাড়ি মহিয়ারপুর দুই ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছেন আরো একজন।
এসময় মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। ট্রাক্টরের চালক পালিয়ে যাওয়ায় বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাক্টরটি পুড়িয়ে দেয়। এ ঘটনায় ট্রাক্টর চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
আইএনবি/বিভূঁইয়া