চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাড়ান্দি গ্রামে ইট ভাটার মাটি টানা ট্রাক্টরে পিষ্ট হয়ে জোনায়েদ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় এলাকার উত্তেজিত জনতা ইট ভাটার দুটি গাড়িতে অগ্নিসংযোগ করে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, খাঁন ব্রিক্স নামের একটি ইট ভাটার মাটি টানা ট্রাক্টর উপজেলার রায়পুর ইউনিয়নের পশ্চিম বাড়ান্দি গ্রামের একটি পুকুর থেকে মাটি কেটে ট্রাক্টর যোগে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ইট ভাটায় নিচ্ছিলো। এসময় জোনায়েদ (৫) নামের এক শিশু ট্রাক্টরের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহত জোনায়েদ পশ্চিম বাড়ান্দির বিল্লাল হোসেনের ছেলে।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম, সহকারী পুলিশ সুপার আবু রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় উপজেলা প্রসাশনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ১৫ হাজার টাকা অনুদান করা হয়। লাশ বিনা ময়না তদন্তে দাফনের প্রস্তুতি চলছে।
আইএনবি/বিভূঁইয়া