ট্রাকচাপায় বিজিবি সদস্য ও তার স্ত্রী নিহত

রাজশাহী প্রতিনিধিঃ ঢাকা-রাজশাহী মহাসড়কের ‘সিক্স বিল্ডিং’ এলাকায় বুধবার বেলা ১১টার দিকে ট্রাকচাপায় বিজিবি সদস্য ও তার স্ত্রী নিহত হয়েছেন।

নিহতরা স্বামী-স্ত্রীরা হলেন, পুঠিয়া পালোপাড়া গ্রামের ওয়ারেশ আলীর মেয়ে রুমা খাতুন ও তার স্বামী নাটোরের তেলকুপি এলাকার বাসিন্দা বিজিবি সদস্য আজিম উদ্দীন।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম জানান, নাটোরের বাসিন্দা বিজিবি সদস্য আজিম উদ্দীন তার স্ত্রীকে নিয়ে পুঠিয়ায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। তারা মোটরসাইকেলে করে নাটোর ফিরছিলেন। সিক্স বিল্ডিং এলাকায় পৌঁছালে রাজশাহীগামী একটি ট্রাক তাদেরকে চাপা দেয়।

ওসি বলেন, স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক তাদের দু’জনকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

আইএনবি/বিভূঁইয়া