কক্সবাজার প্রতিনিধি: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭ এর একটি দল কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত চার ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে । আটক ব্যক্তিদের কাছ থেকে আট লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ছয়টি আগ্নেয়াস্ত্র ও ৭০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- রঙ্গিখালী এলাকার ইয়ার মোহাম্মদের ছেলে নুর হাফেজ, একই এলাকার দলীলুর রহহমানের ছেলে সৈয়দ আলম ওরফে কালু, সৈয়দ হোসেনের ছেলে সৈয়দ নুর ও সাব্বির আহমদের ছেলে মোহাম্মদ সোহেল।
র্যাব-৭ চট্টগ্রামের অপারেশন অফিসার এএসপি মাশেকুর রহমান জানান, দীর্ঘদিন ধরে ওই চারজনের গতিবিধির ওপর নজর রাখার পর শুক্রবার ভোরে অভিযান চালিয়ে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
আইএনবি/বিভূঁইয়া