টেকনাফে গলায় ফাঁস লাগিয়ে কিশোরীর আত্মহত্যা

কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজারের টেকনাফে বুধবার (১‌৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে মাহফুজা বেগম (১৭) নামে এক কিশোরী তার নিজ বাড়িতে আত্মহত্যা করেছে। সে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ গ্রামে মোহাম্মদ ইসলামের মেয়ে। গলায় ফাঁস লাগিয়ে তার মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে নিশ্চিত করেছে।

মেয়ের বাবা মোহাম্মদ ইসলাম বলেছেন, আমি আমার স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য টেকনাফ সদরে গিয়েছিলাম। সদর থেকে মেয়ের আত্মহত্যার খবর শুনে ছুটে আসি। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে পুলিশকে অবহিত করি।

তিনি আরো বলেন, আমার মেয়ে পার্শ্ববর্তী ডেইলপাড়া গ্রামের আব্দুল গাফ্ফারের ছেলে নুর হাসনের জন্য বিয়ের কথাবার্তা চলছিল। সে সুবাদে উভয় পরিবারের মধ্যে যোগাযোগ ছিল। তবে মেয়ে ঠিক কোন কারণে আত্মহত্যার ঘটনাটি ঘটিয়েছে, সে ব্যাপারে আমি নিশ্চিত কিছু জানি না। তবে আমি মেয়ের আত্মহত্যার ঘটনায় আইনের আশ্রয় গ্রহণ করব।

টেকনাফ মডেল থানার এসআই সাইদ জানান, আত্মহত্যার ঘটনার খবর পেয়ে আমি একটি টিমসহ ঘটনাস্থলে পৌঁছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্টের পর এ ব্যাপারে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে।

গাবরাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বর রেজাউল করিম বলেন, আমার এলাকায় একজন কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বিষয়টি পুলিশকে অবহিত করেছি, পরে পুলিশ এসে মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

আইএনবি/বিভূঁইয়া