ক্রীড়া ডেস্ক: ইউরোপা লিগে আর্সেনালও ২-১ গোলে ধরাশায়ী হয়েছে এফসি ফ্রাঙ্কফুর্টের কাছে।
প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৫+১তম মিনিটে) পিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ের গোলে লিড পায় স্বাগতিক আর্সেনাল। কিন্তু দাইচি কামাদা (৫৫ ও ৬৩তম মিনিটে) জোড়া গোল করে ফ্রাঙ্কফুর্টকে জয় উপহার দেন।
এনিয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা সাত ম্যাচ ধরে জয়ের দেখা নেই এমিরেটস শিবিরে। তাই কোচ উনাই এমেরি আছেন প্রচণ্ড চাপের মধ্যে।
সর্বশেষ ২৫ অক্টোবর ইউরোপা লিগে ভিতোরিয়া এসসির বিপক্ষে নিজেদের মাঠে জয় ছিনিয়ে নিয়ে ছিল আর্সেনাল। এর পর চার ড্রয়ের সঙ্গে হার মানল তিন ম্যাচে। মানে চলতি নভেম্বরে কোনো ম্যাচই জিততে পারেনি গানারস শিবির।
আইএনবি/বিভূঁইয়া