টস জিতে ফিল্ডিংয়ে খুলনা

ক্রীড়া ডেস্ক: গত ১১ ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর মাঠে গড়িয়েছে । প্রথম পর্বে ঢাকার মিরপুরে ৮টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর বিপিএল গেছে বন্দরনগরী চট্টগ্রামে। সেখানেই আজ শুরু হচ্ছে দ্বিতীয়পর্ব। ঢাকার মতো এখানেও ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স ও রাজশাহী রয়েলস।

সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হওয়া ম্যাচের আগে টস জিতেছেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম। টস জিতে রাজশাহীর অধিনায়ক আন্দ্রে রাসেলকে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন। ফলে শুরুতে ফিল্ডিং করবেন মুশফিকরা।

খুলনা টাইগার্স একাদশ : নাজমুল ইসলাম শান্ত, রহমানুল্লাহ গুরবাজ, রাইলি রুশো, মুশফিকুর রহীম, শামসুর রহমান, আমিনুল ইসলাম বিপ্ল্বব, রবি ফ্রাইলিঙ্ক, মেহেদি হাসান, শফিউল ইসলাম, মোহাম্মদ আমির ও শহিদুল ইসলাম।

রাজশাহী রয়েলস একাদশ : লিটন দাস, হজরতুল্লাহ জাজাই, আফিফ হোসেন, শোয়েব মালিক, অলোক কাপালী, রবি বোপারা, আন্দ্রে রাসেল, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী ও কামরুল ইসলাম রাব্বী।

আইএনবি/বিভূঁইয়া