ঝিনাইদহে মাদকসহ গ্রেফতার ২

ঝিনাইদহ প্রতিনিধি: মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোররাতে ঝিনাইদহে সদর উপজেলার কালা-লক্ষ্মীপুর এলাকা থেকে মাদক পাচারের সময় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা এলাকার মিজানুর রহমানের ছেলে শাহিন হোসেন ও দর্শনার ছোট বলদিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মামুন মিয়া।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, নসিমন যোগে মাদক পাচার হচ্ছে এমন সংবাদে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের কালা-লক্ষ্মীপুর এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় চুয়াডাঙ্গা থেকে মাগুরাগামী একটি নসিমন তল্লাশি করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২৬ কেজি গাঁজা ও ৬০ বোতল ফেনসিডিলসহ মামুন মিয়া ও শাহিন হোসেন নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া