জয়পুরহাটে গাঁজাসহ মাদক কারবারি আটক

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী চেঁচড়া এলাকায় থেকে ৮ কেজি শুকনা গাঁজাসহ শাহিনুর নামে এক মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি)।

আটককৃত মাদক কারবারি শাহিনুরের বাড়ি উপজেলার চেঁচড়া গ্রামে।

সোমবার জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার এসআই আমিরুল এ তথ্য নিশ্চিত করেছেন।

আমিরুল বলেন, জেলার পাঁচবিবি উপজেলার সীমান্ত ঘেঁষা চেঁচড়া এলাকার মাদক কারবারি শাহিনুরের বাড়িতে মাদক কেনাবেচা হচ্ছে। এমন গোপন সংবাদে সেখানে অভিযান চালানো হয়।

এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর সময় তাকে আটক করা হয়। পরে তার বাড়ি তল্লাশি করে ঘরের ভেতরে খাটের নিচ থেকে ৮ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।

জয়পুরহাট জেলা গোয়েন্দার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

আইএনবি/বিভূঁঁইয়া