জয়পুরহাটের কালাই উপজেলায় ১৪ বস্তা চালসহ যুবক আটক

জয়পুরহাট প্রতিনিধি:আজ শনিবার ভোরে জয়পুরহাটের কালাই উপজেলায় দিঘীরপাড়া গ্রাম থেকে ওএমএসের ১৪ বস্তা চালসহ রানা হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

কালাই থানা ওসি জানান, কালাই উপজেলার দিঘীরপাড়া গ্রামের মৃত হায়দার আলীর দুই ছেলে এনামুল ইসলাম ও আনিছুর রহমান গত বৃহস্পতিবার রাতে চালগুলো চোরাই পথে নিয়ে এসে রানা হোসেনের বাড়িতে রাখেন। খবর পেয়ে কালাই পুলিশ অভিযান চালিয়ে চালসহ রানাকে আটক করে। এ ছাড়াও এ চক্রের অন্য দুইজনকে আটকের চেষ্টা চলছে।

আইএনবি/বিভূঁইয়া