বিনোদন ডেস্ক: করোনার কারণে প্রায় ৩ মাস সালমান খানের বাগান বাড়িতে থাকতে হয় জ্যাকুলিনকে। বলিউড অভিনেতা সালমান খান ও অভিনেত্রী জ্যাকুলিন বেশ কিছুদিন ধরে একসঙ্গে থাকছিলেন তারা।
তবে এবার ভারতের লকডাউন শিথিল করায় সালমানকে ছেড়ে নিজ বাড়ির উদ্দেশে রওয়ানা হলেন জ্যাকুলিন।
এই প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, কাছের এক বন্ধুর ডাকেই সালমানের বাগান বাড়ি থেকে বের হন অভিনেত্রী। করোনার মধ্যেই জ্যাকুলিনের ওই বন্ধু মুম্বাইতে আটকা পড়ে যান। তাকে সাহায্য করতেই সালমানের বাগান বাড়ি থেকে মুম্বাইতে ফিরেন তিনি।
লকডাউনের আগে অর্পিতা খান শর্মার ছেলে আয়ূষের জন্মদিন উপলক্ষে সালমানের সঙ্গে তার বাগান বাড়িতে যান জ্যাকুলিন ফার্নান্দেজ। এসবের মধ্যে শুরু হয়ে যায় করোনার বিশেষ পরিস্থিতি। এরপর সেখান থেকে আর বের হতে পারেননি নায়িকা। ফলে পানভেলের বাগান বাড়িতে সালমানের সঙ্গে তিনমাস কাটিয়েছেন জ্যাকুলিন।
আইএনবি/বি.ভূঁইয়া