জীবননগরে ট্রেনে কাটা পড়ে নিহত ১

চুয়াডাঙ্গায় প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার গেং পাড়ায় ট্রেনে কাটা পড়ে হাসেম আলী (৪৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় জুব্বার ফকির নামে একজনের পা কাটা পড়েছে।

নিহত হাসেম আলী উপজেলার সাহাপুর গ্রামের মৃত জুরন আলীর ছেলে। উপজেলার সাহাপুর বাজারে তার চায়ের দোকানে রয়েছে।

জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম দুঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে উপজেলার গেং পাড়ায় মোটরসাইকেল করে ব্যক্তিগত কাজে যান হাসেম আলী ও জুব্বার ফকির। রেল লাইনে দাঁড়িয়ে কথা বলছিলেন তারা। হঠাৎ রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাড়ি ট্রেন তাদের ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই হাসেম আলী মারা যান। এসময় তার সঙ্গে থাকা জুব্বার ফকিরের একটি পা ট্রেনে কাটা পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত হাসেম আলীর মরদেহ তার গ্রামের বাড়িতে নেয়া হয়েছে বলেও জানান তিনি।

আইএনবি/বিভূঁইয়া