জাল টাকাসহ এক ব্যক্তিকে পুলিশে দিল জনতা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মো. দুলাল মাঝি (৪০) নামের এক ব্যক্তিকে জাল টাকাসহ আটক করেছে পুলিশ।

রবিবার সন্ধ্যায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বাবলাতলা বাজার থেকে তাকে স্থানীয় জনতা হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছয়টি এক হাজার টাকার জাল নোটসহ তাকে গ্রেফতার করে।

আটক দুলাল মাঝি পটুয়াখালীর আউলীয়াপু ইউনিয়নের বাদুরা গ্রামে। সে দীর্ঘদিন ধরে জাল টাকা ব্যবসার সাথে জড়িত বলে ধারণা পুলিশের।

কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, আটককৃতকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

আইএনবি/বিভূঁইয়া