শরীয়তপুর প্রতিনিধি
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠসহচর জাতীয় নেতা প্রয়াত আব্দুর রাজ্জাকের প্রতিকৃতিতে পুস্পমালা অর্পণ করেছেন ডামুড্যা উপজেলা ধানকাটি ইউনিয়ন আওয়ামীলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ।
মঙ্গলবার সকালে ডামুড্যা অবস্থিত প্রতিকৃতিতে এই পুস্পমালা অর্পণ করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, নবগঠিত কমিটির সভাপতি রেজাউল করিম গনি মাদবর, সাধারণ সম্পাদক আলী আজগর কাজী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কামরুল ইসলাম ফকির, ডামুড্যা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাইমুন প্রিন্স শান্ত, জজ কোর্ট ঢাকার শিক্ষানবিশ আইনজীবী ও ডামুড্যা উপজেলা যুব কল্যাণ ট্রাস্ট, ঢাকার সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান মাদবর, ধানকাটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শাহজালাল হাওলাদার, সাধারণ সম্পাদক শায়েস্তা খান আবুল, ধানকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শাহাদাত তালুকদার, পৌরসভার স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন-সাধারন সম্পাদক আল আমিন, আওয়ামীলীগ নেতা সোহরাব হোসেন খান, জামাল তালুকদার, ফরহাদ হাওলাদার, ধানকাটি ইউনিয়ন ১নং ওয়াডের সভাপতি হাফেজ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন ২নং ওয়াডের সভাপতি সিরাজুল ইসলাম, ৪নং ওয়াডের সভাপতি মমতাজ উদ্দিন হাওলাদার ৫নং ওয়াডের সভাপতি মজিবুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক নিখিল চন্দ্র বাড়ুই, ৬নং ওয়াডের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বেপারী, ৯নং ওয়াডের সভাপতি আবুল কালাম হাওলাদার, সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।