জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে বুধবার (৪ ডিসেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শামিম হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার বড়খাতা দোলাপাড়া এলাকায় জমি দখল নিয়ে সংঘর্ষে শামিম সহ উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়। নিহত শামিম হোসেন ওই এলাকার আমিনুর রহমানের পুত্র।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ২টি মামলা হয়েছে। পুলিশ ২ জনকে আটক করে জলে হাজতে প্রেরণ করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আইএনবি/বিভূঁইয়া