জামালপুর প্রতিনিধি: জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী লম্বাপাড়া গ্রামে জমি নিয়ে সাবেক ইউপি সদস্য জাকির হোসেনের সঙ্গে দীর্ঘ দিন ধরে হারান আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে হারান আলী দুই ছেলেকে নিয়ে ওই জমিতে ঘর নির্মাণ করতে গেলে জাকির মেম্বারের লোকজন তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে হারান আলীর দুই ছেলে ইউসুফ আলী ও আব্দুল জলিল গুরুতর আহত হন।
নিহত দুই ভাইকে প্রথমে ময়মনসিংহ ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর আজ (৩০ নভেম্বর) সকালে তাদের মৃত্যু হয়।
নিহত দুই ভাই ইউসুফ আলী ও আব্দুল জলিলের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই আনোয়ার হোসেন সহোদর দুই ভাইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ঢাকা মেডিক্যালে লাশ দু’টির ময়না তদন্ত সম্পন্ন হওয়ার পর দেওয়ানগঞ্জ আনা হবে। পরে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আইএনবি/বিভূঁইয়া