নিজস্ব প্রতিনিধি: ’জনতার মঞ্চ ফাউন্ডেশন’ নবীনগর উপজেলা শাখা কর্তৃক ঢাকায় ১শত গরিব, অসহায়, সুবিধাবঞ্চিত, রিক্সাচালক, কর্মহীন হয়ে রাস্তায় বসে থাকা মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। এছাড়া ২৫জনকে নগদ অর্থ প্রদান করা হয়। অর্থপ্রাপ্তিদের মধ্যে রয়েছে গণমাধ্যমকর্মী, পরিবহন শ্রমিক এবং এবং মধ্যবিত্ত পরিবার।
শুক্রবার (২২ মে) রাজধানীর বিভিন্ন এলাকায় এ ইফতার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়।
এর আগে জুম্মা নামাজে প্রানঘাতী করোনা মহামারি থেকে বিশ্ববাসীর মুক্তি কামনায় জন্য বিশেষ দোয়া করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি লেখক ও সাংবাদিক এমডি বাবুল ভূঁইয়ার দিক নির্দেশনায় এই বিতরণ কাজ করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন, উক্ত সংগঠনের সভাপতি মোঃ জহিরুল ইসলাম হৃদয়, বিশেষ উপদেষ্টা মোঃ শুক্কুর মিয়া (সৌদি প্রবাসী), সিনিয়র সভাপতি মোঃ মাহাবুবুর রহমান, খন্দকার সাইদুল (আহবায়ক, সাউথ আফ্রিকা শাখা কমিটি), মোঃ লিমন ভূঁইয়া, সামিরুল ইসলাম প্রমুখ।
সংগঠনের প্রতিষ্ঠাতা এমডি বাবুল ভূঁইয়া বলেন, আমরা চাই আমাদের খাবারটুকু অন্য সবার সাথে ভাগ করে খেতে। এবং সাধ্যনুযায়ী আমাদের এই বিতরণ চলমান রাখব। পাশাপাশি সমাজের বিত্তবানদের অসহায়দের পাশে এগিয়ে আসার অনুরোধ করছি।
আইএনবি/বি