নিজস্ব প্রতিনিধি: মরণঘাতি করোনা ভাইরাসের নিরব তান্ডবে নিবে যাচ্ছে হাজারো মানুষের প্রান। যারা এখনো করোনা ভাইরাসে অসুস্থ হয়ে রোগমুক্ত হননি তাদের সুস্থতা কামনায় জনতার মঞ্চ ফাউনেন্ডশন এর উদ্দ্যোগে মিলাদ ও দোয়া আয়োজন করা হয়েছে।
আজ বুধবার (২৩ ডিসেম্বর) ঢাকার মানিকনগর পুকুরপার কেন্দ্রীয় জামে মসজিদে বাদ মাগরিব এই দোয়া ও মিলাদ পড়ানো হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা লেখক ও সাংবাদিক বাবুল ভূঁইয়ার পৃষ্ঠপোষকতা এ দোয়া করা হয়। সাংবাদিক বাবুল ভূঁইয়া বলেন, আজকের এ মিলাদ ও দোয়ার আয়োজনে সকল মানুষের রোগমুক্তির কামনায় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থণা করা হয়। বিশেষ করে আমাদের সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা ডিলরুবা আনম ডালিয়া কিছুদিন ধরে তার সহপরিবারে করোনা ভাইরাসে অসুস্থ হয়ে আছেন। তাদের করোনা টেস্ট রিপোর্ট পজিটিব আসায় ডালিয়াসহ তার পরিবারের সবার সুসস্থতার জন্য আজকের এ দোয়ার আয়োজন করা হয়েছে। আমি সকলের কাছে ডালিয়া ও তার পরিবারের সদস্যদের রোগমুক্তির জন্য সকলেরর কাছে দোয়ার দরখাস্ত করছি। পাশাপশি আমাদের সংগঠনের সকলের জন্য কামনা করছি।
আইএনবি নিউজ টোয়ান্টি ফোর ডটকম